Loading Now

সিরাজগঞ্জে জেলেদের জালে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

print-news সিরাজগঞ্জে জেলেদের জালে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

মুক্তির মুখ 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে জেলেদের জালে উঠে আসে শিশুটির নিথর দেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলেরা নিয়মমতো জাল টানছিলেন। হঠাৎ জালের সঙ্গে শিশুর মরদেহ ভেসে ওঠলে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। পরে সলঙ্গা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, “দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ