সব মোবাইল ফোনে বিশেষ অ্যাপ চালুর নির্দেশ

অনলাইন ডেস্ক
সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপে ভারতের কেন্দ্র সরকার। দেশের সমস্ত স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করা হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকেরা। এই প্রক্রিয়া বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে টেলিকম মন্ত্রক। কেন্দ্রের তরফে স্মার্টফোন প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে সরকারিভাবে এই ইস্যুতে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশগুলির একটি। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ২ বিলিয়নেরও বেশি। এই সমস্ত ফোনেই বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ যুক্ত করতে চাইছে কেন্দ্র। নতুন এই অ্যাপের নাম ‘সঞ্চার সাথী’। সাইবার প্রতারণা রুখে দেওয়ার পাশাপাশি চুরি বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, কালোবাজারে নকল ফোন বিক্রি রুখতে কার্যকরী অ্যাপটি।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে এখনও পর্যন্ত ৭ লাখ চুরি যাওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। যার মধ্যে ৫০ হাজার ফোন শুধুমাত্র অক্টোবর মাসেই উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরকারের তরফ থেকে গত ২৮ নভেম্বর সব ফোন সংস্থার কাছে এই সংক্রান্ত একটি নির্দেশের চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি ওই অ্যাপ সমস্ত নতুন ফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে এবং গ্রাহক চাইলেও তা ডিলিট করতে পারবেন না। এর জন্য ফোন সংস্থাগুলোকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
তবে সরকারি নির্দেশের বাইরে প্লে স্টোর এবং আইফোন অ্যাপ স্টোরে রয়েছে কেন্দ্রের এই ‘সঞ্চার সাথী’। এই অ্যাপের বৈশিষ্ট্যগুলো হলো–এর মাধ্যমে প্রতারণামূলক কল, এসএমএস ও হোয়াটসঅ্যাপ রিপোর্ট করা যায়। ফোন চুরি হলে আইএমইআই নম্বর দিয়ে ফোন ব্লক করা যায়। যার ফলে সেই ফোনে কোনো নেটওয়ার্ক আসবে না। গ্রাহকের নামে কতগুলো সিম কার্ড রয়েছে তা খতিয়ে দেখে সন্দেহজনক সিমকার্ড ব্লকও করা যায়। গ্রাহকদের কেনা ফোন নতুন নাকি পুরাতন সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সেটিও বোঝা যাবে
Share this content:


Post Comment