Loading Now

বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে গেঞ্জি বিতরণ

print-news বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে গেঞ্জি বিতরণ

নিউজ ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে মাঠে নেমেছে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় টরকী বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র চালকসহ বিভিন্ন শ্রেণীপেশাজীবীদের মাঝে টি-শার্ট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় টরকী বাসস্ট্যান্ড এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন পরিবহন শ্রমিক ও পথচলতি লোকজনের হাতে ধানের শীষের প্রতীকযুক্ত টি-শার্ট তুলে দেন। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, কুশল বিনিময় ও আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ছাত্রদল নেতারা।

 

অনুষ্ঠানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল শুভ ও মোঃ রাজিব খান। উপস্থিত ছিলেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াদ হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সরদার, সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শহরাজ তালুকদার, বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাওন গোমস্তা গৌরনদী পৌর ছাত্রদলের সদস্য মোঃ আরিফ খান, ৩নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণত সম্পাদক মোঃ রাসেল খান ।

 

এ ছাড়াও ছাত্রদল নেতা আতিক গাজী, তানভীর গাজীসহ উপজেলা ও কলেজের বহু নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

 

ছাত্রদল নেতারা জানান, ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এই উদ্যোগের উদ্দেশ্য হলো গৌরনদীর সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নির্বাচনকে ঘিরে গণমানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা গড়ে তোলা। তারা বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি। জনগণও আমাদের সঙ্গে আছে।

 

টি-শার্ট পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই ছাত্রদলের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বলেন, নির্বাচনের সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে যারা পাশে দাঁড়ায়, মানুষ সবসময় তাদেরই সমর্থন দেয়।

 

এ কর্মসূচি ঘিরে এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস তৈরি হয় এবং ধানের শীষের প্রার্থীর প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ