Loading Now

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

print-news খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) তে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গৌরনদীতে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার সন্ধ্যায় গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন—গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা,
পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শরীফ,পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হারুনার রশিদ,বিশেষ অতিথি ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিচ।
দোয়া-মিলাদ পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক এস এম শিবলুর রহমান।
পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,যুগ্ম আহ্বায়ক মনির সরদার,পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হাওলাদার, কুতুবউদ্দিন সরদার
আব্দুল হক সরদার, শাকিল ফকির, হাসান শরীফ,সোলেমান হাওলাদার,কাজী আবুল আজাদ, মাহাবুব শরীফ, স্বপন সরদার, জসিম শিকদার,শ্রীকৃষ্ণ চক্রবর্তী, স্বপন মোল্লা, সাগর হোসেন শান্ত, মোঃ রিন্টন
মিঠু খান,আল আমিন রাজু, আল আমিন ফকির, মোকলেসুর রহমান শিকদার, খোকন শিকদার,মোঃ পারভেজ, মোঃ রবিউল মীর, মোঃ সাঈদ আকন, মোঃ সাইফুল খান,নয়ন হাওলাদার, আক্কাস হাওলাদার, আকাই হাওলাদার, রুবেল প্যাদা,গিয়াস উদ্দিন তালুকদার, ইউসুফ সরদার
এ ছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিজানুর রহমান খান মুকুল বলেন,সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম খালেদা জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। পুরো জাতিই আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে।বেগম জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তাঁকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে—এমন অভিযোগ আমরা পেয়েছি। দেশের সর্বস্তরের মানুষ এ মুহূর্তে জিয়া পরিবারের পাশে আছে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ