ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

দৈনিক মুক্তির মুখ
ঝিনাইদহের কোটঁচাদপুরে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আনিস চুয়াডাঙ্গায় দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোটচাঁদপুর থানার ওয়ারলেস অপারেটর কনস্টেবল আনিসুর রহমান মোটরসাইকেলে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Share this content:



Post Comment