Loading Now

শেখ হাসিনার পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর ও টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

print-news শেখ হাসিনার পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর ও টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

দৈনিক মুক্তির মুখ 

বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া তার বোন শেখ রেহানার সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

পলাতক দেখিয়ে এই মামলায় তাদের বিচার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় দিয়েছে।

মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা আসামি ছিলেন।

এ মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে।

রায়ে রাজউক ও গণপূর্ত কর্মকর্তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরাে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ