গৌরনদীতে মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা ॥ আহত-৮

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে মহাসড়কের পাশে থেমে থাকা মাইক্রোবাসের পেছনে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার মাহিলাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবরপেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আট জনই মাইক্রোবাসের যাত্রী এবং তারা সকলেই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মহাসড়কের মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে থামানো একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন আহত হয়। দূর্ঘটনা কবলিত মাইক্রো বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
Share this content:


Post Comment