Loading Now

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

print-news গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। সকাল ছয়টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। সকাল নয়টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পরবর্তীতে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ