Loading Now

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: বরিশালের নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

print-news মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: বরিশালের নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

মুক্তির মুখ ডেস্ক 

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে চাঞ্চল্যের কেন্দ্রে থাকা গৃহকর্মী আয়েশাকে। বুধবার ভোরে বরিশালের নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

Untitled-1-copy-7-300x167 মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: বরিশালের নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

 

গত সোমবার সকালে মোহাম্মদপুরের নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে লাওয়াল বিনতে আজিজকে (১৫)। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়-সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরিহিত অবস্থায় বাসায় ঢোকে গৃহকর্মী আয়েশা। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে একটি ব্যাগ ও স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় সে।

 

এই ফুটেজই পুলিশের হাতে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ধরা পড়ে। প্রযুক্তির সহায়তায় আয়েশার চলাচলের তথ্য ট্র্যাক করে নলছিটি এলাকার একটি সন্দেহভাজন ঠিকানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে আটক করে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু করা হয়।

 

পুলিশ বলছে, আয়েশাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যার নেপথ্য কারণ, পরিকল্পনা এবং হত্যার পর তার পালানোর কৌশল-সবকিছু নিয়েই তদন্ত এগোবে। পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার দাবি করেছেন চাঞ্চল্যকর এই দ্বৈত হত্যাকাণ্ডে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ