Loading Now

ভোটাদের দ্বারে দ্বারে বরিশাল-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী

print-news ভোটাদের দ্বারে দ্বারে বরিশাল-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।

 

গণসংযোগ চলাকালে তিনি বাজার এলাকার ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সচেতন ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা, উন্নয়ন বৈষম্য ও নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গঠনের প্রত্যয়ের কথা জানিয়ে ভোটারদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও স্থানীয় সাংবাদিক সোলায়মান তুহিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো. রবিউল, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান তানভীরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ