Loading Now

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার

print-news আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. মাসুদ খান জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধর করে তার মটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামী উপজেলার রাজিহার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফকরুল ইসলাম মামুনকে বড়বাশাইল গ্রাম থেকে ও রাজিহার ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনোতোষ বিশ্বাসকে রামানন্দেরআঁক গ্রাম থেকে সোমবার রাতে গ্রেপ্তার পুলিশ। গতকাল সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ