Loading Now

দুইদিন ধরে নিখোঁজ যুবক কাওসার

print-news দুইদিন ধরে নিখোঁজ যুবক কাওসার

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে রহস্যজনক ভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধ্যান মেলেনি কাওসার হোসেনের (২৫)। কাওসারের কোন ধরনের খোঁজ না পেয়ে পাগল প্রায় তার অসহায় পরিবারের সদস্যরা। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

রহস্যজনক ভাবে নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে। নিখোঁজ কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরিভাবে পাসপোর্ট করানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাওসার।

প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল (০১৮১৯-৬৮১০৬৬) লোকশনে শেষবারের মতো দেখা গেছে ঢাকার কদমতলী এলাকায়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন-যেহেতু ঢাকার কদমতলী এলাকা থেকে কাওসার হোসেন নিখোঁজ হয়েছে, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ