উজিরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন গণজোয়ারে মুখরিত জনসভা, ধানের শীষের প্রার্থী সান্টুর নেতৃত্বে সংহতির অঙ্গীকার

উজিরপুর প্রত্রিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উজিরপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও জনসভা রূপ নেয় জনতার মহাসমুদ্রে। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল-স্লোগানে ভরে যায় পুরো উপজেলা।
জনসভামঞ্চে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এদিন দেশপ্রেমিক সেনা ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল। বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সংকট থেকে উত্তরণের সংগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিবেদন আজও অপরিসীম।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক পর্যায়ে পরিণত হয় গণজাগরণের উৎসবে। স্লোগান, করতালি ও দেশপ্রেমের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো এলাকা।
অনুষ্ঠান শেষে দলীয় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Share this content:


Post Comment