দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

গৌরনদী প্রতিনিধি
বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদের মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার বাদ আছর বিএনপি চেয়ারপারসন ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া ও মোনাজাতে প্রধান অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জমান মিন্টু, সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরীফ শফিকুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মোঃ জাকির শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদারসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
নেতৃবৃন্দ বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া জাতির একটি আস্থার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
Share this content:


Post Comment