Loading Now

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত

print-news দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত

 

InShot_20251202_222227255-300x231 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত

মুক্তির মুখ ডেস্ক 

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক অঙ্গনে এটি ছিল সাম্প্রতিক সময়ে গৌরনদীতে বৃহৎ দোয়া আয়োজন, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণ সঙ্কটে লড়ছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি। নেত্রীর সুস্থতা আমাদের রাজনৈতিক পরিবারে নতুন আলো এনে দেবে।

দোয়া পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন খান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তার দোয়ায় উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় দেশজুড়ে লাখো মানুষের আহাজারি ও প্রার্থনা চলছে। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরীফ শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক সরদার নাসির উদ্দিন।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চুন্নু সিকদার, গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বুলবুল সরদার, বেলাল, এনামুল হক, মিলন সরদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার, মোঃ শাহেব আলী, মোঃ নূরউদ্দিন বুদ্ধি, হাফিজুরসহ স্থানীয় যুবদল-ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর হলেও এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় একত্রিত হয়ে মানবিক ও রাজনৈতিক ঐক্যের দৃঢ় বার্তা দেন।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়ার সুস্থতা আমাদের সবার আকাঙ্ক্ষা। তিনি সুস্থ হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ফিরে আসবে। সবার কাছে দোয়ার দরখাস্ত মহান আল্লাহ যেনো দেশনেত্রী কে দ্রুত সুস্থতা দান করেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ