Loading Now

সাদুল্লাপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

print-news সাদুল্লাপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আনোয়ারুল ইসলাম (৪৫) কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের নানার বাড়িতে অবস্থানরত দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮) গত ১৮ অক্টোবর ধর্ষণের শিকার হয়। ঘটনার পর থেকে আসামি আনোয়ারুল ইসলাম গা-ঢাকা দিয়ে চট্টগ্রামে আত্মগোপন করে।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত শুক্রবার সকালে সাদুল্লাপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার সংলগ্ন মধু শাহের আস্তানা নামক দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। রাতভর অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আসামি আনোয়ারুল শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেয়। পরে শয়নকক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

গাইবান্ধা পুলিশের এ সার্কেল বিদ্রোহ কুণ্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “অপরাধীরা যতই গা-ঢাকা দিক না কেন, আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। এই অভিযানে আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।”

 

ওসি আরও জানান, ধর্ষিত শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে, তবে চিকিৎসা এখনো চলছে

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ