Loading Now

চতুর্থবার বরিশাল–১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

print-news চতুর্থবার বরিশাল–১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

গৌরনদীর পতিনিধি

চতুর্থবার বরিশাল–১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী Zahir Uddin Swapon চতুর্থবারের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন।

IMG-20251229-WA0043-300x225 চতুর্থবার বরিশাল–১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন IMG-20251229-WA0045-300x225 চতুর্থবার বরিশাল–১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আজ সোমবার সকাল ১০টায় তিনি গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত সংখ্যক প্রতিনিধিসহ তিনি কার্যালয়ে প্রবেশ করেন।

এরপর বেলা ১২টায় তিনি আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মনোনয়ন ফরমের অনুলিপি হস্তান্তর করেন।

উল্লেখ্য, জহির উদ্দিন স্বপন এর আগে বরিশাল–১ আসন থেকে দুইবার বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। চতুর্থবার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে তিনি আবারও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের প্রত্যাশার পক্ষে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ