সরকারি ছুটির সুযোগে গৌরনদীতে সরকারি জমিতে যুবলীগ নেতার দোকান নির্মাণ করে দিল শ্রমিকদল নেতার

নিউজ ডেস্ক
বরিশালের গৌরনদীতে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরও সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে দখল কার্যক্রম সম্পন্ন করেন তিনি ঐ শ্রীমিক দল নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর-পশ্চিম পাশে যাত্রীছাউনী সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকান ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হাওলাদারের দোকান নির্মাণ করে দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল সরদার। বিষয়টি জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নিদের্শে বার্থী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার সাইফুজ্জামান রিফাতকে পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবারের সুযোগ কাজে লাগিয়ে নিজে উপস্থিত থেকে অতিরিক্ত লোকবল ব্যবহার করে তড়িঘড়ি করে ঐ যুবলীগ নেতার দোকান নির্মাণকাজ সম্পন্ন করেন শ্রমিক দল নেতা জামাল সরদার।
Share this content:


Post Comment