গৌরনদী পৌর যুবদল নেতা রাসেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।
গৌরনদীর প্রতিনিধি
আওয়ামীলীগ সরকারের শাসন আমলে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি মূলক একাধিক মামলায় এই সাথের কারাবরণকারী দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ১৯ শে ডিসেম্বর বেলা আনুমানিক ১২ ঘটিকারসময় নিজ এলাকা বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনা শিকার হয় গৌরনদী উপজেলার পৌর যুবদলের অন্যতম নেতা রাইসুল ইসলাম (রাশেদ)। বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র দলের সাবেক ক্রীড়া সম্পাদক, শাহবাগ থানার তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায়ক, গাজীপুর জেলার গাছা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে পৌর যুব দলের অন্যতম ত্যাগী নেতা রাইছুল ইসলাম (রাশেদ) কুষ্টিয়া জেলার খোকসা এলাকায় মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে তার বাম হাতের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়াতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ২০ শে ডিসেম্বর সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুতর আহত রাইসুল ইসলাম রাশেদের পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।