গৌরনদী প্রতিনিধি
হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে গৌরনদীর বিক্ষুব্ধ ছাত্র-জনতা
জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদী) হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে বরিশালের গৌরনদীর রাজপথ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কসমূহ ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের নৈতিক শক্তি ও সংগ্রামী কণ্ঠ। তার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে বিপ্লবী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা।
বক্তারা আরো বলেন, হত্যাকাণ্ডের পরও অপরাধীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে গভীর ক্ষোভ তৈরি হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাব্বির হোসেন, জুলাই যোদ্ধা রাকিব ইসলাম আলবীন ও রিয়াদ হাওলাদার।
বক্তারা হুঁশিয়ারি করে বলেন, অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরো বিস্তৃত হবে।
এর আগে একই দিনে সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তার শাহাদাত কবুল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।