আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো. বায়জীদ সরদার, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম-আহবায়ক শাহ মো. বক্তিয়ার, শামচুল হক খোকন, আবুল মোল্লা, এনায়েত খান মনু, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ মোল্লা, হেমায়েত তালুকদার প্রমুখ।