নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা শিকদার, সহকারী শিক্ষিকা নাজমা খানম, তানিয়া আক্তার, ফারজানা আক্তার ও সুফিযা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইছাহাক সন্যামত, বিএনপি নেতা হাবুর হাওলাদার, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী কালাম, খলিল সরদার, যুবদল নেতা রাজু আহম্মেদ শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান শিক্ষিকা রিনা শিকদার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“সৎ, মানবিক ও নৈতিক মূল্যবোধকে ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুললেই দেশ-সমাজ উপকৃত হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন শিক্ষক ও অতিথিবৃন্দ। উপহার গ্রহণের সময় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের চোখে ঝরতে দেখা যায় আনন্দ-অভিমানের অশ্রু।