গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে চার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার আয়োজনে সোমবার বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ইমারত হোসেন। পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন ও মাওলানা আবু মুসা।
প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদ্রাসার প্রায় দুই শতাধিক হাফেজ অংশ নেন। প্রতিযোগিতায় ৫ ও ১০ পারা বিভাগে ছয়জন বিজয়ীকে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার এবং ১৪ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মডেল মাদ্রাসার ছাত্রী মাহিমা আক্তার হিফজ সম্পন্ন করায় তার পিতাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানস্থলটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। শত শত কুরআনের পাখি (হাফেজ) ও আলেমদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় আবহ ও আধ্যাত্মিক পরিবেশ।